রাজশাহী মহানগরীর দাসপুকুর এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে প্রকৃত ও জীবন ক্লাবের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে রাজশাহী আকুপ্রেশার সোসাইটি ও লাইফ ন্যাচার এন্ড ইনভারমেন্ট রিসার্চ ক্লাব এর আয়োজনে শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার ফয়সাল আলম।
রাজশাহী আকুপ্রেসার সোসাইটির সভাপতি প্রশিক্ষক ও গবেষক রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাবরিনা নাজ, প্রকৃতি ও জীবন ক্লাবের রাজশাহীর সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক আবু সালে মোঃ ফাত্তাহ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান, রাজশাহী শিক্ষা গবেষণা পরিষদের সম্পাদক ডাক্তার মোসা ফাহিম আরা ইতি, লাইফ ন্যাচার এন্ড ইনভারমেন্ট রিসার্চ ক্লাবের সাধারণ সম্পাদক রাজন আহমেদ।
অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ