ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

রোটারী ক্লাব অব পাবনার পক্ষ থেকে শীতার্ত শিশুদের জ্যাকেট বিতরণ

পলাশ হোসেন, পাবনা | প্রকাশের সময় : রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ ০২:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

রোটারী ক্লাব অব পাবনা এর পক্ষ থেকে শীতার্ত শিশুদের মধ্যে জ্যাকেট বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে পাবনা শহরস্থ লাইব্রেরি বাজার, ধ্রুব-রুদ্র কনস্ট্রাকশন মাঠে  রোটা. শফিকুর রহমান শান্ত সঞ্চালনায় শীতার্ত শিশুদের মাঝে শীত বস্ত্র হিসাবে প্রায় ১৮০ পিচ জ্যাকেট বিতরণ করা হয়েছে। 

শীতার্ত শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটাঃ খোন্দকার মবিদুর রহমান সেতু, পাস্ট প্রেসিডেন্ট এবং রোটাঃ শরিফুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট। প্রোগ্রামের কনভেনর ছিলেন, রোটা: মাহবুবুল আলম ফারুক, ডিরেক্টর পাবলিক ইমেজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রোটাঃ আসাদুজ্জামান খোকন, রোটাঃ আলী আহসান বক্তার, রোটাঃ এস এম আলাউদ্দিন পরাগ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ প্রদীপ কুমার কুন্ডু, রোটাঃ জিয়ারুল রহমান বিশ্বাস, রোটাঃ রশিদুল ইসলাম , রোটাঃ গোলাম হাসনাহেনা বিপ্লব,  রোটাঃ শ্যামল কুমার ঘোষ, রোটাঃ তানভীর সিদ্দিকী রাসেল, রোটাঃ আব্দুল হান্নান সহ উপহার গ্রহিতা  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ