সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ১শ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামের ছেলে শামীমুল ইসলাম লরেন্স। শনিবার বিকাল ৩টায় ইউনিয়নের নিজ বাড়িতে (মহাজন বাড়ি) এ শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।
গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরানের সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাগলা বড় জামে মসজিদের মোতাওয়াল্লি মঞ্জুরুল হায়দার, সমাজকর্মী শামীমুল ইসলাম লরেন্স, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন, সমাজকর্মী কামাল পারভেজ সাজন, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, নাহিদ আহমেদ ও নোহান আরেফিন নেওয়াজ প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন- পাগলা বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. রুহুল আমিন।
শামীমুল ইসলাম লরেন্স বলেন, আমার মরহুম বাবা নূরুল ইসলাম চেয়ারম্যান সাহেব সারা জীবন মানুষের সেবা করেছেন। আমাদেরকেও এ শিক্ষা দিয়েছেন। তাঁর দেখানো পথে আমরা পথ চলবো। আগামীতেও আমার এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।