ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে গরু বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৫

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বুধবার ৮ জুন ২০২২ ০২:৪৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শান্তিগঞ্জে গরু বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার হইতে গরু নিয়া দ্রুত ছাতকের উদ্দেশ্যে যাওয়ার সময় নোয়াখালী বাজারের নিকটস্থ ইমাম নগর পৌছলে একটি টাটা এইচ পিকআপ যাহার রেজি নং- ঢাকা মেট্রো- নং-১৭-৩৩৫৪, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইটে চলে যায়। রাস্তার পাশ হতে দ্রুত বেগে পুনরায় মূল রাস্তায় উঠার চেষ্টা করলে গাড়িটি উল্টে যায়। অপর দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা ও একটি মোটর সাইকেল ঘটনার আকষ্মিকতায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের যাত্রীগন আহত হন এবং পরবর্তীতে ঘটনাস্থল হতে চলে যায়। পিকআপ গাড়িতে থাকা গরুর মালিক ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বাদেশ্বরী গ্রামের মৃত কালাশাহ এর ছেলে রাহুল (২৬) অজ্ঞান অবস্থায় এবং গাড়ীতে থাকা আরও ৫জনকে স্থানীয় নোয়াখালী বাজার এলাকার লোকজন আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

অন্যান্য আহতরা হলেন ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাদারাই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ নুনু মিয়া(৫০), একই উপজেলার গণিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আব্দুল মালিক(৫০), একই গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে একরাম উদ্দীন(৩২), বড়কাপন গ্রামের আব্দুর রহমানের ছেলে রাহুল আহমদ(৩২)। 

এ প্রতিবেদককে দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ চৌধুরী।