সড়কে-মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে এবং চালকদের সচেতনার লক্ষ্যে কুমিল্লার ইলিয়টগঞ্জে ইলিয়টগঞ্জ-বড়ইয়াকৃষ্ণপুর আঞ্চলিক সড়কের সিএনজি অটোরিকশা চালকদের নিয়ে এক ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত শুহিলপুর সিএনজি অটোরিক্শা চালক সমবায় সমিতির উদ্যোগে এবং সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস এর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক চালক অংশ নেয়।
এসময় প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দুর্ঘটনা রোধে চালকদের ট্রাফিক আইন মেনা চলা, বেপরোয়া গতি পরিহার এবং সচেতনতার সাথে সিএনজি অটোরিক্শা চালনার জন্য তাদের মাঝে বক্তব্য দেন বাতাঘাসি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহ জাহান সিরাজ,ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন চার্জ দেওয়ান কউসিক আহম্মেদ, সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস এর ফাউন্ডার চেয়ারম্যান সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক ( রাশেদ ), সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন।
শুহিলপুর সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির সভাপতি শাহালির উপস্থাপনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি নাসির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মাহবুব আলম ভূইয়া, সদস্য শাহ জালাল মুন্সী, সোহেল ভূইয়া, মোঃ মনির, মাহাবুব, মোঃ কামাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুন্সী বাড়ি পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা সাদেক হোসেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ