ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে পুলিশ প্রসাসনের খাদ্য সামগ্রী বিতরণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বুধবার ২২ জুন ২০২২ ০৬:২০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশ প্রসাসনের উদ্যোগে ও বিভিন্ন সংস্থার সহায়তায় ৬ শত বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার ও শুকনো ত্রাণ (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ( ২২ জুন) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইন্সটিটিউটে বন্যাকবলিত আশ্রয় কেন্দ্রে ৬ শত জন বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার ও শুকনো এাণ (খাদ্য) সামগ্রী বিতরণ করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহমেদ পিপিএম,বিপিএম। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সবসময় মানুষের পাশে আছে। সিলেট রেঞ্জের পক্ষ থেকে আমরা শান্তিগঞ্জে খাবার নিয়ে এসেছি, বানভাসি মানুষের পাশে দাঁড়য়েছি। শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বিপদে আপদে বাংলাদেশ পুলিশ মানুষের পাশে দাঁড়ায়। এই বন্যায় সুনামগঞ্জ-সিলেট বাসীর পাশে আমরা আছি, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, মোঃ নুরুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার 

আবু সাঈদ , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ  জয়নাল আবেদীন , সিলেট রেঞ্জের সহকারী পুলিশ সুপার বায়েজিদ আহমেদ, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী,  শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সাংবাদিক নাহিদ আহমদ, নোহান আরেফীন নেওয়াজ ও বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা সহ প্রমূখ।