ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : শুক্রবার ১৮ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শান্তিগঞ্জে চলমান হাওর রক্ষায় বাঁধের ব্যাপক দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শান্তিগঞ্জ পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচিতে হাওর বাঁচাও আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকারঞ্জন তালুকদারেরক সভাপতিত্বে ও হাওর বাঁচাও আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজয় সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. আনোয়ারুল হক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ উপজেলা কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।

 

এ সময় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের প্রচার সম্পাদক প্রদীপ কুমার দাস, নির্বাহী সদস্য শৈলেন সূত্রধর।

মানববন্ধনে বক্তারা বলেন, শান্তিগঞ্জ উপজেলায় এখনো অনেক বাঁধের কাজ চলমান রয়েছে। অবিলম্বে এসব কাজ শেষ করতে হবে। এছাড়াও জামখোলা হাওরে অরক্ষিত বাঁধটি দ্রুত সময়ের মাঝে সম্পন্ন করতে হবে। ফসল রক্ষাবাঁধ নির্মাণে অনিয়ম ও দূর্নীতির ঊর্ধ্বে থেকে চলমান হাওর রক্ষা ও ফসল রক্ষা বাঁধ দ্রুত সময়ের মধ্যে নির্মাণের দাবি জানান তারা।

 

এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী নাহিদ আহমেদ,  কৃষক আরশ আলী, আরজ আলী, এমদাদুর রহমান, সালেহ আহমেদ লিটন, আব্দুল গণী ভান্ডারী, নসিব উল্লাহ্সহ সুশীল সমাজ, কৃষক ও শ্রমিকবৃন্দ প্রমূখ।