শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি-এর ১১২ নম্বর কক্ষে দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন সিইই বিভাগের প্রধান ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মিসবাহ উদ্দিন।
অনুষ্ঠানে 'ক্যারিয়ার কাউন্সেলিং ও এন্টারপ্রেনিয়ারশীপ' এর কনভেনর ও সিইই এলামনাইয়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. জহির বিন আলম, অধ্যাপক ড. মুশতাক আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক। এতে আলোচক হিসেবে ছিলেন গ্রীনবাডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী সৈয়দ তাসনীম মাহমুদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. জাকির হোসেন। অন্যাদের মধ্যে সিইই অ্যালামনাইয়ের প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেনসহ বিভাগের শিক্ষক ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রকৌশলী সৈয়দ তাসনীম মাহমুদ পরিবেশ ও অবকাঠামো সম্পর্কিত বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে সিভিল ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সেক্টরে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। যার মধ্যে পরিবেশ দূষণ রোধে ইঞ্জিনিয়াররা নানা ভাবে ভূমিকা পালন করতে পারেন, পাশাপাশি অনেকে উদ্যোক্তা হিসেবেও সুনাম ছড়াচ্ছেন। আমাদের কাজ করার অনেক সেক্টর রয়েছে, তবে আমাদের নিজেদের কোন সেক্টরগুলো ভালো লাগে, সে ক্ষেত্রটি বের করতে হবে। এছাড়া সরকারি, বেসরকারি, এনজিও, পরিবেশ, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সেক্টেরসহ দেশ-বিদেশে অনেক কাজ করার সম্ভাবনা রয়েছে, তাই শুধুমাত্র আমাদের সদিচ্ছার প্রয়োজন।
অন্যদিকে এনজিও সেক্টরে সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারদের কাজের সম্ভাবনা ওে সুযোগ সুবিধা নিয়ে বিস্তর আলোচনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. জাকির হোসেন।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের আহ্বায়ক ড. ইমরান কবির বলেন, সিভিল ইঞ্জিনিয়ারদের দেশে-বিদেশে, সরকারি-বেসরকারী, এনজিওসহ অনেক ভালো ভালো সেক্টর রয়েছে আমাদের গ্র্যাজুয়েটরা সে অবগত হতে পারে না বিধায় অনেক সময় তারা হতাশায় ভোগেন। তাই পড়াশোনা শেষ করে কোন কোন সেক্টরে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে তা নিয়ে আমরা বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করতে পেরে অনেক ভালো লাগছে। আশাকরি এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অসেক অনেক উপকৃত হবেন। পরিশেষে এ ধরণের অনুষ্ঠানে ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে অনুষ্ঠানের প্রথমদিন শুক্রবার (২১ অক্টোবর) সকালের সেশনে এনভায়রনমেন্টাল সেক্টর ও উদ্যোক্তা, এনজিও সেক্টর নিয়ে আলোচনা করা হয়। বিকালের সেশনে নন-ক্যাডার জব নিয়ে আলোচনা করবেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, নির্মাণ সেক্টর নিয়ে প্রোপার্টি উন্নয়ন লিমিটেডের প্রধান অপারেটিং কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ বি এম সাইফুল ইসলাম, গবেষণা নিয়ে শাবিপ্রবির সিইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান, ক্যাডার সার্ভিস নিয়ে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে আলোচনা করবেন লোকপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত উপকমিশনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া ও বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের অতিরিক্ত এসপি ইঞ্জিনিয়ার শেখ মো. সালিম।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (২২ অক্টোবর) ক্যাডার সার্ভিস নিয়ে বাংলাদেশ রেলওয়ের কার্যনির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম, রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী নাহিদ সুলতানা, কন্ট্রাক্ট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে বাংলাদেশ আর্মি’র কন্ট্রাক্ট স্পেশালিস্ট ও কন্সট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট প্রকৌশলী হারুন রশিদ, সরকারি চাকরি বিষয়ে সরকারি স্বাস্থ্য প্রকৌশলের কার্যনির্বাহী প্রকৌশলী মো.আবুল কাশেম, ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়ালস কোয়ালিটি অ্যাসিউরেন্স বিষয়ে সিআরটিসি-সাস্ট এর সিনিয়র ম্যাটারিয়াল প্রকৌশলী উদয় কুমার দাস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা বিষয়ে ওয়ে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল রায়হান এবং পানি ও জলবায়ু পরিবর্তন সেক্টর বিষয়ে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের হাইড্রোলজিস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট ইঞ্জিনিয়ার রিয়াসাত আমিন। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপ¬াইড সায়েন্সেস এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।