ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

শাবির নৃবিজ্ঞান সমিতির ভিপি রাজ, সম্পাদক রিফাত

শাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ ০৮:৫৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'নৃবিজ্ঞান সমিতি'র নির্বাচন-২২ সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে স্নাতকোত্তর ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন রাজ ও সাধারণ সম্পাদক পদে সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রিফাত নির্বাচিত হয়েছেন।

কমিটিতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া।

রবিবার নবগঠিত কমিটির সহসভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন রাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচিত অন্যনা সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক প্ললব কুমার তাঁতী, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লবী রায়, ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব, প্রচার সম্পাদক কাজী মো. আসাদুজ্জামান।

এছাড়াও ১ম কার্যকরী সদস্য আবু ইউসুফ, ২য় কার্যকরী সদস্য মাহমুদ হাসান কাজল ও সাধারণ সদস্য পদে আরাফাত মল্লিক, শাহান ভূঞা অনুজ ও তাছনিয়া তাবাসসুম নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস । এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক জাবেদ কায়সার ইবনে রহমান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সেলিম মিয়া।

উল্লেখ, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্বববিদ্যালয়ের 'একাডেমিক ভবন ডি'এ নৃবিজ্ঞান সমিতি-২০২২ নির্বাচন অনুষ্ঠিত হয়।