ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

শাবির সমাজকর্ম বিভাগের ক্রীড়া সপ্তাহ উদ্বোধন

শাবি প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০১:১৮:০০ অপরাহ্ন | শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের 'বার্ষিক ক্রীড়া সপ্তাহ' উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় সমাজবিজ্ঞান ভবনের চতুর্থ তলায় সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া সপ্তাহ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদ, সহযোগী অধ্যাপক মো. ফখরুল আলম, সহকারী অধ্যাপক কৃত্তিবাস পাল ও বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরকে সুস্থ, সক্রিয় ও ফুরফুরে রাখে।' এছাড়া খেলাধুলার ফলে নিজেদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জন হয়।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, সু-স্বাস্থ্যের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। শিক্ষার্থীদেরকে নিয়মশৃঙ্খলা ও যথাযথ নিয়ম মেনে খেলার আহবান জানান তিনি।

 

বায়ান্ন/এসএ