ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে র‌্যাবের অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৮ এপ্রিল ২০২২ ১১:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর
শেরপুরে র‌্যাবের অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১লক্ষ ৪৭হাজার টাকা। ১৮ এপ্রিল সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে ওই অভিযান পরিচালিত হয়।
 
র‌্যাব সূত্রে যানা যায়, ১৮ এপ্রিল সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে একটি আভিযানিক দল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঘাদল গ্রামের চৌরাস্তা বাজারে অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতের নাম মো. নয়ন মিয়া (২২)। সে শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া গ্রামের জনৈক তোফাজ্জল হোসেনের ছেলে।
 
র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।