ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে ১৫লক্ষ টাকা মূল্যের পলিথিন জব্দ

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ০১:০০:০০ অপরাহ্ন | দেশের খবর
শেরপুরে এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর শনিবার বিকেল ৫টা সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি গোডাউনে বস্তা আকারে পলিথিন আছে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে পলিথিনের মালিক তামেজ উদ্দিনের ছেলে আরশাদ আলীকে (৪০) আটক করা সম্ভব হয়নি।
 
এনএসআই ও পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের লছমনপুর নয়াপাড়া গ্রামে ওই গোডাউনে রক্ষিত রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে এনএসআই, শেরপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ ওই গোডাউনে অভিযান চালিয়ে ৫ হাজার ১০০ কেজি পলিথিন উদ্ধার ও জব্দ করেন।
 
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার হেলাল উদ্দিন, দুলাল উদ্দিনসহ সঙ্গীয়ফোর্স উপস্থিত ছিলেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এনএসআই, শেরপুর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা পলিথিন জব্দের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, পলিথিন ব্যবসায়ী ও পলাতক আরশাদ আলী তার বসত বাড়ীর পার্শ্বে ওহাদ আলীর গোডাউন ভাড়া নিয়ে সেখানে পলিথিন মজুদ করে দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলা শহরে সরবরাহ এবং ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।