ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ইমাম ও পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) : | প্রকাশের সময় : শনিবার ২৭ জুলাই ২০২৪ ১০:০৯:০০ অপরাহ্ন | খুলনা

শনিবার (২৭ জুলাই) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ  বিভিন্ন ইউপির ইমাম ও পুরোহিতবৃন্দদের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুকনা খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ইমাম ও পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া চাইলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম। অনুষ্ঠানে ৫শত জন ইমাম ও পুরোহিতবৃন্দের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল,চিনি, লবন ও মসলা বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে ইমাম ও পুরোহিতবৃন্দের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রধান অতিথি এমপি এস এম আতাউল হক দোলন।




সবচেয়ে জনপ্রিয়