ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শ্রীপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২ মে ২০২৩ ০৭:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর


নানা আয়োজনে মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরে ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩’ পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২ মে) সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ,বৃক্ষ রোপন, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এ উপলক্ষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস চত্বরে বৃক্ষ রোপন শেষে সভা কক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভূষণদাস, আরএম ও হাসপাতালের ডাক্তারবৃন্দ।