ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

শ্রীবরদীতে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ ০৫:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
 
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। 
 
অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তব্য প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো 
“স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি”। এ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী মনিকা আক্তার ও স্কুল পর্যায়ে শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ফারিয়া প্রথম স্থান অধিকার করে। এছাড়াও কলেজ পর্যায়ে শ্রীবরদী সরকারি কলেজ, ও স্কুল পর্যায়ে শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে।
 
এসময় অন্যান্যদের মধ্যে শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, শ্রীবরদী এ.পি.পি. ইন্সটিটিউটের সহকারি প্রধান শিক্ষক রুবিয়া বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।