একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আজ (রোববার) শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় অধিবেশন বসে।
এর আগে বিকাল সাড়ে ৩টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ অধিবেশন আগামী ৬ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়।
অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। তারা স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মকবুল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফিরোজ রশিদ এবং সুবর্ণা মুস্তাফা।
এরপর আনা হয় শোক প্রস্তাব। গত দুই মাসে যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের নামে শোক প্রস্তাব আনার পর এক মিনিট নিরবতা পালন শেষে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
সংসদ সচিবালয় জানিয়েছে, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১০০৩টি প্রশ্নসহ মোট ১ হাজার ৪৭টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৫টি। বেসরকারি সদস্যদের বিলের কোনো নোটিশ পাওয়া যায়নি। আগে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত ৫টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৭টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৮টি, পাশের অপেক্ষায় ২টি ও উত্থাপনের অপেক্ষায় ৭টি বিল রয়েছে।
গত ১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। ২৮ আগস্ট শুরু হয়ে এই অধিবেশন চলে ৫ কার্যদিবস। শুরুর দিন নতুন ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট শামসুল হক টুকুকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় শুরু হলো এবারের অধিবেশন।
অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, অ্যাডভোকেট আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং আবদুস সাত্তার ভুঞা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরু হবে।