জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চলন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার ফাইটার এনামুল হক জানান, খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতিতে প্রায় আধা ঘন্টা নিরলস পরিশ্রমের ফলে পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় হতাহতের বিষয়ে এ প্রতিবেদককে কেউ নিশ্চিত সংবাদ দিতে পারেন নি। এ বিষয়ে জানতে চাইলে জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া সাংবাদিকদের জানান, সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামিয়ে তারাকান্দির উদ্দেশ্যে রওনার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেয়া হয়। ধারণা করা হচ্ছে সে সময় ট্রেনে যাত্রীসংখ্যা কম ছিল। বিভিন্ন মহলের ধারণা হয়তো এটা দুর্বৃত্তদের কাজ। এ বিষয়টি খতিয়ে দেখা উচিত। সেই সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার।