ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

সর্বদলীয় সংলাপের পরবর্তী পদক্ষেপ: জনগণের মতামত আহ্বান

অনিক কর্মকার | প্রকাশের সময় : শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ১১:০৬:০০ পূর্বাহ্ন | জাতীয়

গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সমাধানের অংশ হিসেবে সর্বদলীয় সংলাপ থেকে গৃহীত "জুলাই ঘোষণাপত্র" সংশোধন ও সর্বজনগ্রাহ্য রূপ দিতে জনগণের মতামত আহ্বান করা হয়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংলাপের সিদ্ধান্ত অনুযায়ী, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল অংশীজন তাদের সুচিন্তিত মতামত চিঠি মারফত প্রেরণ করতে পারবেন।

এই মতামতগুলো পাঠানোর ঠিকানা নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বরাবর। মতামত পাঠানোর শেষ তারিখ আগামী ২৩শে জানুয়ারি।

জুলাই ঘোষণাপত্রকে জনগণের মতামতের ভিত্তিতে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাপ্ত মতামত পর্যালোচনার পর সংশোধিত ঘোষণাপত্রটি জনগণের উপস্থিতিতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এ সংলাপ ও ঘোষণাপত্র প্রণয়নের উদ্দেশ্য রাজনৈতিক সংকট নিরসন এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করে একটি স্থিতিশীল ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। সংশ্লিষ্ট সকলকে সময়মতো মতামত প্রেরণের আহ্বান জানানো হয়েছে।

বায়ান্ন/একে/পিএইচ