ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

এম রাসেল আহমেদ, জয়পুরহাটঃ | প্রকাশের সময় : রবিবার ১১ জুন ২০২৩ ০৪:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
জয়পুরহাটের ক্ষেতলালে সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন মতবিনিময় সভা করেছেন।
 
রবিবার (১১ জুন) সকাল ১১ টায় ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের কক্ষ এ মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন।
 
আনোয়ার হোসেন এ সময় নারী নির্যাতন, মাদক,জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী, দৈনিক আজকের পত্রিকার ক্ষেতলাল প্রতিনিধি আজিজার রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি হাসান আলী,দৈনিক বায়ান্ন প্রতিনিধি এম রাসেল আহমেদ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আজিজুল হক, দৈনিক  যায়যায়দিন প্রতিনিধি এসকে মুকুল, ভোরের কাগজ প্রতিনিধি আখতারুজ্জামান তালুকদার, আজকের সংবাদ প্রতিনিধি প্রমুখ।
 
পরে সাংবাদিকরা নবাগত ওসিকে ক্ষেতলালের সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান।