সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া এবং জুলাই ২৪ গণঅভ্যুত্থানর ঘটনা প্রবাহ নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পরে শহীদ আসিফের কবর জিয়ারত করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজের আব্দুল মজিদ কলা ভবন উক্ত স্মরনসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজটির অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে ও শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মোঃ আকবর আলী, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মোঃ মনিরুজ্জামান মহসিন ও প্রাণি বিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
এছাড়া শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন, মানবিক ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ মুর্শিদুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন, বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী হাফেজ রোভার মো: আলমগীর হুসাইন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিজ্ঞান ১ম বর্ষের ছাত্রী আশা পাল। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্যসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও স্মরনসভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফের ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মোঃ আকবর আলী।
দোয়া অনুষ্ঠান শেষে শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সেখান থেকে দেবহাটা উপজেলার অস্কারপুর গ্রামের গিয়ে বৈষম্য ছাত্র জনতার আন্দোলন সাতক্ষীরা জেলার একমাত্র শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন এ সময় তারা শহীদ আসিফ হাসানের বাবা আলহাজ্ব মাহমুদ গাজীর সাথে কথা বলেন ও সমবেদনা জানান এবং পরিবারের খোঁজখবর নেন ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএ