ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সিলেটের চাঁদপুর জেলা কল্যাণ সমিতির প্রতিবাদ সভা

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বুধবার ১৩ এপ্রিল ২০২২ ০৯:০৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা বুধবার বিকেলে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

তথা কথিত চাঁদপুর জেলা কল্যাণ সমিতির পকেট কমিটির দুজন দায়িত্বশীল কর্মকর্তার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।

সমিতির সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তথাকথিত কমিটির সাধারণ সম্পাদক গাজী মো. জহিরুল ইসলাম ও সাবেক উপদেষ্ঠা প্রফেসর ড. এস.এম সাইফুল ইসলাম ঐতিহ্যবাহী সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির ঐতিহ্যকে বিনষ্ঠ করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বক্তারা তাদের কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে গঠনতন্ত্র অনুযায়ী সুনামের সাথে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গঠনতন্ত্রের বাহিরে সমিতিকে ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেদিকে সচেতন হয়ে চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিন তালুকদার, সহ-সভাপতি হেলাল উদ্দিন মুন্সি (মেম্বার), মির্জা হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মো. সামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র রায়, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন বেপারী, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, প্রকাশনা সম্পাদক কাজী মাসুদ, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হালিম সরকার, নির্বাহী সদস্য রুনা সুলতানা প্রমুখ।

এছাড়াও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ প্রতিবাদ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

সভায় তথাকথিত কমিটির সাধারণ সম্পাদক গাজী মো. জহিরুল ইসলাম ও সাবেক উপদেষ্ঠা প্রফেসর ড. এস.এম সাইফুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনা করা হয়।