ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার মাস বরণ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ মার্চ ২০২২ ০৮:২৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটে শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বরণ করা হলো স্বাধীনতার মাস মার্চকে। স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

মঙ্গলবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এছাড়া মুক্তিযোদ্ধা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা, বিভিন্ন কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।