সিলেট নগরীর বাগবাড়িতে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের সামছুদ্দীনের কলোনি থেকে মুজিবুর রহমান (৭০) নামে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
তাঁর বাড়ি ময়মনসিং জেলার তারাখান্দা থানার বড়বালকি গ্রামে। তিনি পরিবার নিয়ে এ কলোনিতে থাকতেন। মুজিবুর রহমানের তিন ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা সকালে ঘরের তীরের সঙ্গে গলায় দঁড়ি দেওয়া অবস্থায় মুজিবুর রহমানের দেহ ঝুলতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।