ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সুনামগঞ্জ মুক্ত দিবসে শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ০৮:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

আজ ৬ ডিসেম্বর সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন। সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামন থেকে শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় যুদ্ধাপরাধী রাজাকারদের বিচারের দাবিতে ফাঁসি মঞ্চের ডিসপ্লে প্রদর্শন করা হয়।

 

এসময় মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকাসহ মুক্তিযুদ্ধের পতাকা হাতে বিজয় উল্লাস করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, বীর প্রতীক ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, অন্যান্য বীর মক্তিযোদ্ধাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।