ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সোনাগাজীতে কারিগরি ট্রেনিং সেন্টার উদ্বোধন

বাহার উল্লাহ, সোনাগাজী | প্রকাশের সময় : শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ফেনীর সোনাগাজীতে এআর খান ও নুর জাহান ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অবহেলিত অনগ্রসর বেকার যুবকদের এগিয়ে নিতে বিনামূল্যে ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের ভৈরব চৌধুরী বাজারে ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। 

ফাউন্ডেশনের স্থানীয় তত্ত্বাবধায়ক দাউদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সোনাগাজীর কৃতি সন্তান সিআইপি কিসলু খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আমিনুর রশিদ মাসুদ , সোনাগাজী ক্লিনিকের সত্ত্বাধিকারী ডা: নুর উল্যাহ, সাংবাদিক আমির হোসেন জনি,  বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন প্রমুখ। 

ট্রেনিং সেন্টার টিতে সম্পূর্ণ বিনামূল্যে সোনাগাজীর বেকার যুবকদের ড্রাইভিং, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার, সেলাই করা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।