নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮শে নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সে ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৮টি ইউনিয়নেও বইছে ভোটের হাওয়া। ৩য় ধাপে আগামী ২৮শে নভেম্বর উপজেলার কাঁচপুর, সাদিপুর, পিরোজপুর, নোয়াগাও, জামপুর, সনমান্দী, শম্ভুপুরা ও বারদী ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যেখানে চেয়ারম্যান প্রার্থী নিয়ে চায়ের দোকান ও পাড়া মহল্লায় চুল চেড়া বিশ্লেষণে শোরগোলের মধ্যে থাকার কথা স্থানীয় জনগনের, সেখানে যেন দেখা যাচ্ছে না কোনো উত্তাপ।
চায়ের আড্ডাতেও যেন জমছে না রাজনৈতিক আলাপন৷
উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রায় অর্ধ সংখ্যক ইউনিয়নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীগণ চেয়ারম্যান নির্বাচিত হয়েই আছেন।
আর বাকি ৪টি ইউনিয়নেও সাধারণ সমীক্ষায় সর্বদিকে এগিয়ে আছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা।
এসব ইউনিয়নে যদিও জাতীয় পার্টি লাঙ্গল প্রতিকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রার্থী দিয়েছে,
কিন্তু আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের সমর্থক ও জয় জয়কারে তা যেন মামুলি ব্যাপারে পরিণত হয়েছে।
ফলে সাধারণত ভোটারদের মধ্যেও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিয়ে স্বাভাবিক সমীকরণ ও আলাপচারিতা দেখা যাচ্ছে না স্থানীয় পর্যায়ে।
তবে সবগুলো ইউনিয়নে বেশ জোরেসোরেই প্রচারণা চালাচ্ছেন ওয়ার্ড পর্যায়ের মেম্বার প্রার্থীরা।
ভোট চাইতে বাড়ি-বাড়ি , পাড়া মহল্লা, দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা।
বাহারী সুরেলা ভঙ্গিমায় নির্বাচনী গান বাজনার মাধ্যমে ও আশ্বাস ও নানা প্রতিশ্রুতিতে ভোট প্রার্থনা করছেন সাধারণ ভোটারদের কাছে।