ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রুনি পারভিন (১৯) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও কোয়াটল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী ওই গ্রামের মৃত গফ্ফার এর মেয়ে। তিনি টেকনিক্যাল বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
জানা যায়, রাতে প্রাকৃতিক প্রয়োজন সারতে বাইরে যান রুনি পারভিন। অনেক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও রুনিকে খুজে পায়নি। সকালে বাড়ি থেকে আনুমানিক ৬০-৭০ গজ দূরে স্থানীয় এক মহিলা বাড়ির ময়লা ফেলতে গেলে রুনিকে একটি ছোট গাছের সাথে অর্ধ ঝুলন্ত গলায় ফাস লাগা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয়রা এসে ভীড় করে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। এমন অবস্থায় দেখে জনমতে প্রশ্ন জেগেছে এটি হত্যা না আত্মহত্যা।
নিহত রুনির মা নাসেরা বেগম বলেন, মেয়ের বয়স যখন ৪ বছর বয়স তখন বাবা মারা যায়। অনেক আদর যত্নে মেয়েকে মানুষ করেছি। গতকাল রুনির সাথে কোন ধরণের কথাকাটাকাটি হয়নি। ওর ভাই বা অন্য কেউ রাগ করেনি কীভাবে এমন ঘটনা ঘটল কিছুই জানি না।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।