ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

সড়ক যোগাযোগে বর্তমান সরকার বৈপ্লিক পরিবর্তন সাধিত করেছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ৫ জুন ২০২২ ০৩:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে সড়ক পথের উন্নয়নে বর্তমান সরকার বৈপ্লিক পরিবর্তন সাধিত করে চলেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সাহসী নেতৃত্বে দেশের জনগুরুত্বপূর্ণ সেতু, সড়ক-মহাসড়ক নির্মাণের মধ্যদিয়ে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমুল পরিবর্তণ ঘটেছে। চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে নবদিগন্ত উন্মোচিত হবে। দেশের উন্নয়ন গতিধারা অব্যাহত রাখতে তিনি সকলকে শেখ হাসিনার পাশে থেকে তাকে সহযোগিতা করার আহবান জানান।

প্রতিমন্ত্রী রবিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছায় ময়মনসিংহ-টাঙ্গাইল জাতীয় মহাসড়কে সুতিয়া নদীর ওপর মনতা ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, শত বাঁধাবিপত্তি উপেক্ষা করে সরকার নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের মধ্যদিয়ে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। সমালোচকদের মুখে এখন চুনকালি পড়েছে। পদ্মা সেতু উদ্বোধন হতে চলেছে। সেই সাথে সরকার সারা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ পালন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এগার’শ কোটিরও অধিক টাকা ব্যয়ে মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক(এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় সুতিয়া নদীর ওপর মনতলা সেতুটি নির্মাণ হচ্ছে। সাথে মুক্তাগাছা শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়ক নির্মাণ হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তাগাছা পৌরসভার মেয়র মোঃ বিল্লাল হোসেন সরকার, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরব আলী, থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, কুমারগাতা ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী সরকার, আওয়ামীলীগ নেতা উপাধ্যক্ষ আব্দুর রহিম, অধ্যাপক সেলিম সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণি, শফিকুল ইসলাম নাসির, কানিজ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রতিমন্ত্রী মনতলা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।