ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা দুর্গতদের পাশে মহারত্ন বাড়ি

বানিয়াচং প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৭ জুন ২০২২ ০১:০৪:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট বিভাগের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এলাকার ঐতিহ্যবাহী মহারতœ বাড়ি।

শুক্রবার (২৪ জুন) দিনব্যাপী বানিয়াচংয়ের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, আটা, চিনি, বিস্কুট, সাবান ও খাবার স্যালাইন।

এলাকার মহারতœ বাড়ি কর্তৃক দানকৃত মহারতœপাড়া উচ্চ বিদ্যালয় ও জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এ ত্রাণ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে সকলের অংশগ্রহণে ও একদল তরুণ সদস্যগণের সহায়তায়  তকবাজখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াচং আইডিয়াল কলেজ এবং রূপরাজখার পাড়া, বিদ্যাভূষণ পাড়া, বিজয়নগর, চানপাড়া, আমিরখানীসহ বানিয়াচংয়ের নানা আশ্রয়ণ কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েকটি ক্ষতিগ্রস্থ এলাকার শতাধিক বানভাসী অসহায় পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়।

সামাজিক দায়বদ্ধতা ও মানবতার টানে বানভাসী অসহায় মানুষদের উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- বানিয়াচং জয় কালী মন্দির ও মহারতœপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাপস কৃষ্ণ মহারতœ, বিক্রমজিত মহারতœ, শাওন মহারতœ, প্রত্যয় ভট্টাচার্য, মুরাদ আহমেদসহ ১৪ জনের একদল তরুণ।