হবিগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়েছে। বুধবার (২২ জুন) সকালে উপজেলার ধল ও লোকড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আট জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের বরাতে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদি রেজা জানান, সকালে ওই এলাকায় বেশ কয়েকটি কুকুর অস্বাভাবিক আচরণ শুরু করে। এ সময় রাস্তা ও আশপাশের বাড়িঘরে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়।
কুকুরের কামড়ে আহতদের স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।
ডা. মেহেদি রেজা জানান, আহতদের মধ্যে আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।