ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

হরিপুর আধুনিক মডেল মসজিদ উদ্বোধনের আট মাসের মধ্যে ওয়ালের বিভিন্ন জায়গায় ফাঁটল

হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী ২০২২ ১১:১০:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলার মডেল মসজিদ উদ্বোধন এর আট মাসের মধ্যে ওয়ালের বিভিন্ন জায়গায় ফাঁটল।সারা বাংলাদেশে  গত ১০-৬- ২০২১ তারিখে ৫০ টি মডেল মসজিদ একযোগে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। মডলে মসজিদ কমিটির সভাপতি, ১-৯-২০২১ ইং তারিখে ইমাম ও মুয়াজ্জিন  খাদেম নিয়োগ প্রদান করেন, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ।  আট মাস অতিবাহিত হওয়ার পরেও মসজিদে শুক্রবার নামাজ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়নি। এখন আবার মসজিদের ভিতরে বিভিন্ন ওয়ালে ফাঁটল ধরেছে। বিশাল অংকের টাকায়  নির্মিত আধুনিক মডেল মসজিদের ফাঁটল, এলাকার জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মডেল মসজিদের ঠিকাদার এর নিকট ফাঁটলে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, মসজিদের কাজে বড় ধরনের কোন ক্ষতি হয়নি,ছোট খাটো সমস্যা হতে পারে, মসজিদ তো আর ভেঙে পরেনি।
হরিপুর মডেল মসজিদের ওয়ালে  ফাঁটলের বিষয়ে মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এখনো মসজিদের কার্যক্রম শুরু হয়নি, মসজিদের ওয়ালের  বিভিন্ন জায়গায় ফাঁটল দেখা দিয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান কে অবহিত করেছি, তিনি সরেজমিনে তদন্ত করে দেখে গেছেন এবং কর্তৃপক্ষের কথা বলবেন বলে জানিয়েছেন।

মডেল মসজিদের ওয়ালে ফাঁটলের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল কে জিজ্ঞেস করা হলে তিনি জানান,মসজিদের ওয়ালের ফাঁটল  আমি সরেজমিনে তদন্ত করে দেখেছি, ফাঁটল ধরা  এটি দুঃখজনক। কাজের মান খুব খারাপ হয়েছে বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলবো কেন এরকম হয়েছে।
মডেল মসজিদের ওয়ালে ফাঁটলের  বিষয়ে   উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম কে জিজ্ঞেস করা হলে তিনি   জানান, মসজিদের ওয়ালে ফাঁটলের বিষয় আমার জানা নেই  । তবে বিষয় টি খতিয়ে দেখা হবে।