ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

হাসপাতালের ভেতরে বিক্রি হচ্ছে খোলা খাবার

ঠাকুরগাঁও প্রতিনিধি:- | প্রকাশের সময় : রবিবার ৫ ফেব্রুয়ারী ২০২৩ ০৭:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। জেলাটির পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় ভারতের সীমান্ত ঘেঁষা। আর উত্তরে সবশেষ জেলা পঞ্চগড়। সে কারনে চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল। 
 
হাসপাতালে একেক জনের রোগের ধরন একেক রকম। আর রোগীদের বেড পাশাপাশি হওয়ায় সম্ভাবনা থাকে সংক্রমনের। আর এসব কিছুর তোয়াক্কা না করে হাসপাতালের ভেতরে বিক্রি হচ্ছে খোলা খাবার৷ 
 
রোববার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পাঁচ তলায় বাম হাতে নারকেলের খোলা ট্রে নিয়ে মেডিসিন বিভাগে প্রবেশ করলেন এক ফেরিওয়ালা। আর মুখ দিয়ে নারকেল নারকেল করে করছেন তার ব্যবসার প্রচারণা। আর রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্রি করছেন ১০ টাকা মূল্যের খোলা নারকেলের অংশ। রোগী ও হাসপাতালে থাকা স্বজনেরাও কিনছেন বেশ সানন্দে। কাছে গিয়ে ফেরিওয়ালা পরিচয় ও ছবি তুলতে গেলে দ্রুত হাসপাতাল থেকে চলে যান তিনি৷ 
 
হাসপাতালের ভেতরে খোলা খাবার বিক্রি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা ইফতেখায়রুল ইসলাম সজীব বলেন, খোলা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আর হাসপাতালের ভেতরে খাওয়া আরো বেশী ঝুকিপূর্ণ। এতে করে পেটে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে৷ আর হাসপাতালে এমনি নানা রোগী নানা অসুবিধা নিয়ে আসেন। খোলা খাবার খেলে রোগী ও তার সাথে থাকা স্বজনরাও বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন। 
 
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ভেতরে যাতে করে কেউ খাবার বিক্রি করতে না পারে সেজন্য গার্ড রাখা হয়েছে৷ তাদের অগোচরে হয়তো প্রবেশ করেছে।
বিক্রেতাদের অনেকবার বাধা দেওয়া হয়েছে৷ আমরা বিষয়টিতে আরো সচেতন হব। তবে যারা কিনছেন তাদেরও সচেতন হওয়া জরুরি।