ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

হিলি স্থলবন্দরের রাস্তা প্রশস্ত ও বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

হিলি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৩ ফেব্রুয়ারী ২০২২ ০৫:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্ট জিরোপয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তার দ্রুত প্রশস্তকরণ ও বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে হিলি হাকিমপুর নাগরিক কমিটি। সংগঠনটির আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বন্দরের চারমাথায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। পরে আধাঘণ্টা ধরে চারমাথা রাস্তাটি অবরোধ করে রাখা হয়। এতে বিভিন্ন পেশাজীবি, শ্রমজীবি, সুধিজন, ভূমির মালিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সংগঠন অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রতিবছর হিলি স্থলবন্দর থেকে ৪’শ কোটি টাকার রাজস্ব পেলেও বন্দরের রাস্তা-ঘাটের কোন উন্নয়ন করা হয়নি। রাস্তার পিচ উঠে যাওয়ায় ইটবিছিয়ে যানবাহনসহ মানুষ চলাচল করতে হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল হিলি স্থলবন্দরের চেকপোস্ট জিরোপয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তাটি চার লেনে উন্নিতকরনের। যা আজও রাস্তার কাজ শুরু না হওয়ায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত সহ মানুষজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার হলেও রহস্যজনক কারণে এটির কাজ হচ্ছে না। ফলে রাস্তাটির দ্রুত প্রশস্তকরণ ও বাস্তবায়নের দাবী জানিয়েছে নাগরিক কমিটি ও হিলিবাসী। আগামী ১ মাসের মধ্যে কাজ শুরু না হলে অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয় এই মানববন্ধনে।