ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

হোটেল থেকে মরা মুরগির মাংস জব্দ, ভ্রাম্যমান আদালতে জরিমানা

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১১ মে ২০২২ ০৮:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হোটেলে মরা বয়লার মুরগির রান্না করে বিক্রি ও মাংস বিক্রেতা দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  

 

বুধবার (১১ মে) বিকাল ৩ টায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এ জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, লাহিড়ী রোডে হোটেল অবস্থিত আল আমিন হোটেলে মালিক সেলিম হোসেন ও ঠাকুরগাঁও রোডে বয়লার মাংস বিক্রেতা আব্দুল হোসেন।

 

জানা যায়, গতকাল মঙ্গলবার (১০ মে) গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবইন্সপেক্টর আব্দুল গফুর আল আমিন হোটেল থেকে ১০/১২ কেজি মরা মুরগির মাংস জব্দ করে। পরে দুর্গন্ধ করলে এসব মাংস মাটিতে পুতে ফেলা হয়।

 

ঘটনার সততা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, অপরাধ স্বীকার করায় তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং তাদের সর্তক করা হয়েছে।