ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

৮ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : শনিবার ১ জানুয়ারী ২০২২ ০৪:৫৯:০০ অপরাহ্ন | গণমাধ্যম

গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগপত্র দেওয়াসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর দড়িখরবোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে। এতে রাজশাহীর সাংবাদিকরা অংশ নেন।

 

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় , প্রবীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, কাজি গিয়াস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, সদস্য বদরুল হাসান লিটন, শরীফ সুমনস, আবুল কালাম আজাদ সহ সিনিয়র সাংবাদিক ও ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

মানববন্ধন থেকে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বেতন পরিষদ না করা হলে রাজশাহীর স্থানীয় পত্রিকাগুলো বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার আল্টিমেটাম দেয়া হয়। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের নিয়োগপত্র দেয়ার দাবি জানান বক্তারা।