ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর আইরিন আক্তার তিথি (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আইরিন আক্তার তিথি ওই গ্রামের আশরাফ হোসেনের মেয়ে। সে স্থানীয় রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ফোনে কথা বলে ঘর থেকে বের হয় আইরিন আক্তার তিথি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। রোববার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মেহগনি বাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে হত্যা করা হয়েছে।মুখ বিকৃত হয়ে গেছে।
নিহতের পিতা আশরাফ হোসেন জানান, নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও মেয়েকে পায়নি। বাড়িতে তার সাথে কোন ঝগড়া হয়নি। আমার মেয়েকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।