ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

“দেশে বোরো ধান উৎপাদনে কোন ঘাটতি হয়নি” দিনাজপুরে কৃষি সচিব- সায়েদুল ইসলাম

দিনাজপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৪ অগাস্ট ২০২২ ১২:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম বলেছেন, হাওর অঞ্চলে কিছুটা বোরো ধান ক্ষতিগ্রস্থ হয়েছে, তার পরেও বোরো ধান উৎপাদন ও সরবরাহে কোন ঘাটতি নেই। বরং লক্ষমাত্রার চেয়ে এবার বোরো ধানের উৎপাদন বেশি হয়েছে। তিনি আরো বলেন, গমের উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমি ব্যবহার করে এই ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ব্লাস্ট প্রতিরোধি নতুন জাতের গম বেশি বেশি আবাদ হলে, গম আমদানীর প্রবনতা অনেকটা কমে আসবে। 

দিনাজপুর সদর উপজেলার নশিপুরস্থ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনষ্টিটিউটে বার্ষিক গবেষনা পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালার উদ্বোধন শেষে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কৃষি সচিব এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুক, পরিচালক আবু জামান সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।  

দেশের একমাত্র বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনষ্টিটিউটে চার দিনব্যাপী এই কর্মশালাটি আগামী ১৭ আগষ্ট পর্যন্ত চলবে।