ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

অন্ধকারে কুলাউড়া

কুলাউড়া প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ১৯ জুন ২০২২ ০২:৫৯:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রবল বৃষ্টির কারণে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য দুইটি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ঘোষণা করেছে কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ।

শনিবার বিকেলে এ ঘোষণা করা হয়েছে বলে জানান কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি।

তিনি জানান, বন্যার পানির বৃদ্ধি পাওয়ায় উপজেলার ইসলামগঞ্জ এবং জুড়ীর নার্সারি ফিডারের বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এতে কাদিপুর, ভূকশিমইল, শশারকান্দি ইসলামগঞ্জ ও জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের আংশিক কয়েকটি গ্রামে বিদ্যুৎ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

তিনি আরও জানান, পানি কমে গেলে ওই দুই ফিডারের বিদ্যুৎ পুনরায় চালু করা হবে।