ঢাকা, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১২

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২৪ জুন ২০২২ ০৭:৫০:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে  বাংলাদেশে প্রবেশকালে নারী-শিশুসহ ১২ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
 
শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার মাটিলা সীমান্তবর্তী লেবুতলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
 
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একদল লোক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র মাটিলা বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে লেবুতরা গ্রামের মাঠে জিরো লাইন থেকে ৩’শ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাদের আটক করে।  
 
সাইফুল ইসলাম আরও জানান, তারা নিজেদের বাড়ি ঢাকা, পিরোজপুর, ঠাকুরগাঁও, যশোর ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে বলে দাবি করেন। এ ঘটনায় আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছ।
 
মহেশপুর খানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ‘জিজ্ঞাসাবাদকালে তারা ভারতে বেড়াতে গিয়েছিলেন বলেন জানান।’