ঢাকা, সোমবার ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ই মাঘ ১৪৩১

অবৈধভাবে সরকারি প্লটের গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ ০৬:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর

কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেটের ঢাকা রোড সংলগ্ন পরিত্যক্ত হলুদ ঘরের পার্শ্ববর্তী বাণিজ্যিক ২৮নং প্লটে একাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে অবৈধ দখলদার কবিরাজ লোকমান হাকিম এর বিরুদ্ধে। গত শুক্রবার (২৪ জানুয়ারি) প্লটটির অবৈধ দখলদার লোকমান হাকিম বাণিজ্যিক প্লটটিতে থাকা গাছগুলো কেটে বিক্রি করে দেয় নামমাত্র কিছু টাকার বিনিময়ে।

এ প্রসঙ্গে স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য অভিযান চালায় যা ভবিষ্যতে চলমান থাকবে বলে জানা যায়। তাই অবৈধ দখলদার হওয়ায় যেকোনো সময় উচ্ছেদের বিষয় থাকায় কবিরাজ লোকমান হাকিম নিজে অবৈধ দখলদার হয়েও সরকারি এসব গাছপালা কেটে অসাধু উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা চালাচ্ছে বেশ কিছুদিন ধরে । বেশ কয়েকটি গাছ কাটার পর  বিষয়টি তাদের নজরে আসলে প্লটটিতে প্রায় অর্ধশত বছর বয়সী একটি সীল কড়ই গাছ কাটার হাত থেকে রক্ষা করে এলাকাবাসী।

শনিবার (২৫ জানুয়ারী) সরেজমিনে গেলে, কয়েকটি গাছ কাটার নমুনা পাওয়া যায় হাউজিং এস্টেটের বাণিজ্যিক প্লট ২৮ নম্বরে। গাছ কাটার বিষয়টি ধামাচাপা দিতে গাছের শিকড়সহ অবশিষ্ট অংশ ঢেকে রাখে লোকমান হাকিমের পরিবার। উপস্থিত সময়ে কবিরাজ লোকমান হাকিমকে পাওয়া না গেলেও তার পরিবারের সদস্যরা গাছ কেটে বিক্রি করা বিষয়টি যে অন্যায় হয়েছে তা স্বীকার করেন ।

এ প্রসঙ্গে জাতীয় গৃহায়নের কুষ্টিয়া হাউজিং এস্টেট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদুলের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এ ব্যাপারে আমি পরে জানাতে পারবো। এ সময় তিনি প্রতিবেদককে লিখিত আকারে অভিযোগ জমা দেয়ার কথা বলেন। 

 

বায়ান্ন/এসএ