বর্তমানের গণপরিবহন ব্যবস্থা চালু রেখে ব্যস্ততম মহানগরী ঢাকার যানজট, পরিবেশ-বায়ু দূষণ কমানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেক্ষেত্রে গণপরিবহন ব্যবস্থাপনাকে পুরো ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৬ জানুয়ারি) রাঝধানীর পানি উন্নয়ন ভবনে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকর করার এক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
পরিবেশ ও জলবায়ু রক্ষায় ইলেকট্রিক গাড়ি (ইভি) নামানোর কোনো চিন্তা আছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সময় অল্প।আর ইভির বিষয়টিও দীর্ঘমেয়াদি বলে উল্লেখ করেন তিনি।
পরিবেশ মন্ত্রণালয় স্বাধীনভাবে কাজ করতে পারছে না এমন অভিযোগ তুলে তিনি বলেন, চুনতি অভয়ারণ্যের বড়-বড় পাহাড় কেটে বড় রেললাইন হয়েছে। আর এটাকে উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু এই পাহাড় কেটে যদি উন্নয়ন হয় তাহলে পরিবেশ রক্ষার দায়িত্বে আলাদা কোনো মন্ত্রণালয় থেকে লাভ নেই। পরিবেশ মন্ত্রণালয়কে যদি তার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না দেওয়া হয় এবং উন্নয়নের চাপ ও উন্নয়নের সিদ্ধান্ত যদি পরিবেশ অধিদপ্তরের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না।
আমাদের কাজটাই হচ্ছে রেগুলেট (নিয়ন্ত্রণ) করা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, কিন্তু আমরা যদি সেটি স্বাধীনভাবে করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য আনা যাবে না। আর উন্নয়নকে যদি প্রাধান্য দিয়ে পরিবেশকে সাব-সাবজেক্ট রাখা হয়, তাহলে যেরকম পরিবেশ আমরা চাই সেটি পাব না।
বায়ান্ন/এমএমএল/একে