ঢাকা, সোমবার ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ই মাঘ ১৪৩১

রাজধানীতে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা, মালপত্র লুট

বায়ান্ন ডেস্ক | প্রকাশের সময় : রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ ০৬:৪৫:০০ অপরাহ্ন | আইন-আদালত

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

জানা যায়, এদিন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে ওই কারখানার মালপত্র জব্দ করে কারখানা সিলগালা করে যাওয়ার সময় পথরোধ করে হামলা চালায় পলিথিন কারখানার মালিকপক্ষ।

এ সময় মুহা. শওকাত আলীর ওপর তারা হামলা চালায় এবং জব্দকৃত মালপত্রভর্তি ট্রাক ভাঙচুর করে সব ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী বলেন, ‘আমরা অভিযান চালিয়ে মালামাল জব্দের পর কারখানাটি সিলগালা করে হেঁটে মেইন রোডে যাওয়া সময় কিছু মানুষ অতর্কিত হামলা চালায়। এতে আমাদের একজন কর্মকর্তা আহত হন।

তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।’ 

তিনি আরো বলেন, হামলাকারীরা মালপত্র বোঝাই ট্রাকে ভাঙচুর  করে এবং জব্দকৃত মেশিনসহ মালপত্র লুট করে নিয়ে যায়।

বায়ান্ন/আরএস