ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ ১০:১২:০০ পূর্বাহ্ন | দেশের খবর
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে রোববার পর্যন্ত টানা দুই দিন বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূঁজা উপলক্ষে টানা দুই দিন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি  আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব চিঠির মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশি ব্যবসায়ীদেরকে জানিয়ে দিয়েছেন। তবে উল্লেখিত সময় (শনিবার-রোববার) দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। 
 
 
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, 'বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ১৯ সেপ্টেম্বর সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে।'