ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

আজ শহিদ লেঃ ডাঃ এনামুল হকের ৫১তম মৃত্যু বার্ষিকী

আবদুল আউয়াল রোকন হাটহাজারী | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ১০:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর
আজ শহিদ লেঃ ডাঃ এনামুল হকের ৫১ তম মৃত্যু বার্ষিকী।১৯৭১ সালের ৩০ মার্চ এই দিনে কুমিল্লা সেনানিবাসে কর্মরত অবস্হায় লেঃ ডাঃ এনামুল হক এম,বি,বি,এস, কে পাকিস্তানি সেনা বাহিনী তিনি সহ ৮ (আট)জন ডাক্তারকে নৃশংস ভাবে হত্যা করে। 
 
 
শহিদ ডাঃ এনামুল হকের পিতা-আলহাজ্ব মির হোসেন। বাড়ি-হিম্মত মুহুরী বাড়ি, গ্রাম-ফরহাদাবাদ, উপজেলা-হাটহাজারী, চট্টগ্রামে।
 
 
বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক  অধ্যাপক  নাজমুল হুদা মনি হাটহাজারী নিউজকে বলেন,দেশ স্বাধীন হওয়ার পর আমার চাচাকে কুমিল্লা ক্যান্টেনম্যান্ট হতে লাশ (কঙ্কাল) এনে গ্রামের বাড়ির কবরস্থানে সমাহিত করা হয়। সরকার কতৃক তাকে  শহিদ বুদ্ধিজীবী হিসেবে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়। উল্লেখ্য তিনি  আমার আপন চাচা এবং চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য  ও চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলমের  জেঠাত ভাই আমাদের চার চাচাই মুক্তিযোদ্ধা ।