ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

আজ হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ অগাস্ট ২০২২ ০৫:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

আজ বৃহস্পতিবার সনাতন ধর্মালবম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আজ সনাতন ধর্মালবম্বীরা জন্মাষ্টমী উদযাপন করছে। একারণে এই দুই দেশে সরকারী ছুটি থাকায় বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে এই বন্দর দিয়ে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি। তাই শনিবার থেকে আবার শুরু হবে বন্দরের সব কার্যক্রম।