ঢাকা, বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১

আত্রাইয়ে বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় নিহত ১, ট্রাক চালক আটক

কাজী আনিছুর রহমান, রাণীনগর | প্রকাশের সময় : শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৬:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

নওগাঁর আত্রাইয়ে বালুবাহী ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শনিবার (১৫ ফ্রেব্রয়ারী) আত্রাই-পতিসর সড়কের বারোবিঘা নামক স্থানে। নিহত সাদিকুর রহমান বাবু (৪৮) উপজেলার বাঁকা গ্রামের মৃত আব্দুস ছামাদ মৃধার ছেলে বলে জানা গেছে।

জানা যায়,উপজেলার বাঁকা গ্রামের মৃত আব্দুস ছামাদ মৃধার ছেলে সাদিকুর রহমান বাবু (৪৮) তার নিজ গ্রামের মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য শনিবার সকালে বাজার করে মোটারসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

তিনি বারোবিঘা নামক স্থানে পৌঁছলে পিছন থেকে বালু বোঝাই ড্রামট্রাক ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই  মারা যান তিনি।পরে নওদুলী বাজারে স্থানীয় জনগণ চালকসহ ট্রকটি আটক করেন। 

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।ট্রাকের চালক রাজশাহীর চারঘাট উপজেলার নাওদারা গ্রামের হাফিজুর রহমান (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বায়ান্ন/প্রতিনিধি/এসএ