ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

আদমদীঘিতে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০৪:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর


বগুড়ার আদমদীঘি উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
বাস্তবায়ন সহযোগী সংস্থা পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক এ এইচ এম রবিউল করিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম, ম্যানেজার (জিবিএস) সাজু মিয়া, মিজানুর রহমান ও ইয়াছিন মোল্লাসহ সুপারভাইজারগণ। প্রশিক্ষণের  দ্বিতীয় ব্যাচে উপজেলার বাস্তবায়ন সহযোগি সংস্থা পল্লী মুক্তি সংস্থা (পিএমএস) এর ৩৭ জন শিক্ষিকা-সুপারভাইজার অংশগ্রহণ করেন।