ঢাকা, রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

আফতাবগঞ্জে ল্যাম্ব কতৃক সমাজের পুরুষ ও কিশোরদের সচেতনতা করণ কর্মশালা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ২১ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের হলরুমে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্কুল থেকে ঝড়ে পড়া, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে ল্যাম্ব কতৃক সমাজের পুরুষ ও কিশোরদের সচেতনতা করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার  (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বেসরকারি সংস্থা ল্যাম্বের এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশনল প্রজেক্টের আয়োজনে ৯নং কুশদহ  ইউনিয়নের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 
৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনারুল আজিম আনু এর সভাপতিত্বে পুরুষ ও কিশোরদের সচেতনতা করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
এসময় ল্যাম্বের টেকনিকেল অফিসার জয় উইলিয়াম হাসদা ও ল্যাম্বের এম ভি ভি কাউন্সিলর লরেন্স রায়। ও কুশদহ ইউনিয়নের ৯ নং ওয়াডের ইউপি সদস্য মোঃ জাবের আলী সহ অনেকেই এ সভায় বক্তব্য রাখেন।
 
উক্ত সভায় ৯ নং কুশদহ ইউনিয়নের সকল ওয়াডের মেম্বার ও গ্রাম পুলিশ সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।