ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৮শে কার্তিক ১৪৩১

আলুর বাজারে হঠাৎ মূল্যবৃদ্ধি, ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান

আহমেদ শাহেদ, ঢাকা | প্রকাশের সময় : শনিবার ৯ নভেম্বর ২০২৪ ১০:৩৭:০০ পূর্বাহ্ন | জাতীয়

রাজধানীর বাজারে নতুন আলু উঠলেও, দাম কমার বদলে আরও বেড়ে কেজি প্রতি ৭৫ টাকায় ঠেকেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য আলুর এই মূল্যবৃদ্ধি ঠেকাতে আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিশেষ অভিযানে নামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। অভিযানে উপস্থিত ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা পাইকারি বাজারে আলুর ক্রয় ও বিক্রয় রশিদ পর্যালোচনা করেন। প্রথম দোকানে রশিদে মূল্যের অসামঞ্জস্য থাকায় আইন মানার শর্তে তাকে সতর্ক করা হয়।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া আলুর দাম বর্তমানে ৬৫ থেকে ৭০ টাকা পর্যন্ত পৌঁছেছে। খুচরা বিক্রেতারা জানান, আলুর সরবরাহ কম থাকায় পাইকারিতে দাম বৃদ্ধি পেয়েছে, যা খুচরা বাজারে এর প্রভাব ফেলছে। আগে যেখানে পাইকারিতে আলু ৫৪-৫৫ টাকায় কেনা যেত, এখন তা ৬২-৬৪ টাকার কমে কেনা যাচ্ছে না।

ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আসা সত্ত্বেও বাজারে দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিন দিনের ব্যবধানে ভারতীয় আলুর পাইকারি দাম প্রতি কেজিতে ৫-৬ টাকা বেড়েছে।

আজ রাজধানীর খুচরা বাজারে আলুর দাম কেজি প্রতি ৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

 

বায়ান্ন/এএস