ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ইসির ব্যবহারে দুঃখ পেয়েছি: এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১৫ জুন ২০২২ ০১:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে বুধবার (১৫ জুন) সকাল পৌঁনে ১১টার দিকে ভোট দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমপি বাহার বলেন, আমি নির্বাচন কমিশনের (ইসি) ব্যবহারে দুঃখ পেয়েছি।

ইসি এখতিয়ারভুক্ত কাজ করেছেন। এর আগে, বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। সাক্কু জানান, সঠিকভাবে ভোট কাস্টিং হলে ডাবল ভোট পাবেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ধীর গতি আছে। কোথাও কোথাও মেশিন ঠিকমতো কাজ করছে না।

নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।